দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় থানা চত্বরে বৃক্ষরোপণসহ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
ফুলবাড়ী থানার পরিদর্শন কার্যক্রম শেষে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে থানা চত্বরে বৃক্ষরোপণ এবং থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) এসএম রশিদুল হক পিপিএম-সেবা। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, পরিদর্শক (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় থানার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক, কনস্টেবলসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শানের কণ্ঠে ‘শ্যাম কালিয়া’
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রতিভাবান গায়ক শান সায়েক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই গায়ক একই সঙ্গে সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও সুপরিচিত। সম্প্রতি নতুন বছর উপলক্ষে আধুনিক লোকসঙ্গীত গানের ভিডিও নিয়ে শ্রোতাদের…