দিনাজপুরের চিরিরবন্দরে গরীব ভিক্ষুক গোলেজান বেওয়াকে অটোচার্জার ভ্যান প্রদান করা হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় গোলেজান বেওয়া নামে এক ভিক্ষুককে অটোচার্জার ভ্যান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, জনস্বাস্থ্য কর্মকর্তা শারমিন আকতার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।