জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে ২৪ এপ্রিল ২০২৪ তারিখে নীলফামারী জেলার উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অফিস সভাকক্ষে জেলা পর্যায়ে জানো প্রকল্পের সমন্বিত পুষ্টির মান উন্নয়নে কৃষি বিভাগের স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্টেকহোল্ডাদের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ডা: এস,এম আবু বক্কর সাইফুল ইসলাম,উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সিরাজুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নীলফামারী, ডা: আব্দুর রাজ্জাক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, রংপুর।
কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মো: মোজাম্মেল হক, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, নীলফামারী। ইহা ছাড়াও উপস্থিত ছিলেন, মো: ইফতেখারুল ইসলাম, কনসালটেন্ট প্রাইভেট এন্ড পাবলিক সংযোগ কর্মকর্তা, কেয়ার বাংলাদেশ, ঢাকা, নিহার কুমার প্রামানিক, টেকনিক্যাল অফিসার, কেয়ার বাংলাদেশ, রংপুর।
নীলফামারী সদর, জলঢাকা,কিশোরগঞ্জ ও ডোমার উপজেলার কৃষি ও প্রানী সম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই টেকনিশিয়ান, ভ্যাটেনারী চিকিৎসক, ভ্যাকসিনেটর, সার ও বীজের ডিলার সহ মোট ৭৬ জন আরও অনেকে তারা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন ও প্রকল্প শেষে করনীয় দিক গুলো নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো: ডা: এস এম আবু বক্কর সাইফুল ইসলাম উ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী বলেন, সচেতন না হলে আগামীতে কৃষি হুমকিতে পড়বে। তিনি অতিমাত্রায় কীটনাশক ব্যবহার এর ক্ষতিকারক দিক তুলে ধরেন। তিনি জৈব সার ও জৈব কিট নাশক ব্যবহারের কথা বলেন।
ডা: সিরাজুল ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, নীলফামারী বলেন-“ বর্তমানে প্রানিজ আমিষ যেমন-ডিম, মাংস ও মাছের প্রচুর উতপাদন হচ্ছে“ আশা করি আপনারা যারা এখানে এসেছেন তারা সকলেই এর সাথে জড়িত। এর সফলতা আপনাদের। এটি আমাদের ধরে রাখতে হবে এবং নিজেদেও খেতে হবে।
জানো প্রকল্পটি কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর একটি কনসর্টিয়াম প্রকল্প। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সহ-অর্থায়নে রয়েছে অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কোঅপারেশন। প্রকল্পটি রংপুর ও নীলফামারী জেলার গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে কাজ করেছে যা সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা-২০১৬-২৫ অর্জনেও সহায়ক ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছাঃ পোরসিয়া রহমান, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, জানো প্রকল্প, ইএসডিও, নীলফামারী।