নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চলতি অর্থবছরে রংপুর বিভাগের আট জেলায় ১০২টি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগের জেলা তথ্য অফিসসমূহ এসব নারী সমাবেশ আয়োজন করে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারী এসব সমাবেশে অংশগ্রহণ করেন। নারী সমাবেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ভূমিকা, নারীশিক্ষার গুরুত্ব, নারীর ক্ষমতায়ন, নারীদের আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের ভূমিকা, নারী উদ্যোক্তাদের সফলতার গল্প, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নারীদের জীবনমান উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ-সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
২০২৩-২০২৪ অর্থবছরে এ পর্যন্ত রংপুর জেলা তথ্য অফিস ২০টি, গাইবান্ধা জেলা তথ্য অফিস ১৫টি, পঞ্চগড় জেলা তথ্য অফিস ১৩টি, দিনাজপুর জেলা তথ্য অফিস ১২টি, কুড়িগ্রাম জেলা তথ্য অফিস ১২টি, নীলফামারী জেলা তথ্য অফিস ১১টি, লালমনিরহাট জেলা তথ্য অফিস ১০টি ও ঠাকুরগাঁও জেলা তথ্য অফিস ৯টি নারী সমাবেশ আয়োজন করে। এসব নারী সমাবেশে অতিথি বক্তা হিসাবে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সফল নারী উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হয়।