বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামীলীগ

প্রতিবেদক
বার্তা প্রতিবেদক
এপ্রিল ১৮, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ণ
উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামীলীগ

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ। কয়েকজন এমপিকে কড়া ভাষায় সতর্কও করা হয়েছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, যারা দলীয় নির্দেশনা মানছে না, এদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়মিত খোঁজখবর রাখছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সে বিষয়ে একাধিকবার কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের এমন নির্দেশনার বিষয়ে মঙ্গলবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, মন্ত্রী-এমপিরা যেন প্রভাব বিস্তার না করে, প্রশাসন যেন কোনো প্রকার হস্তক্ষেপ না করে-সে বিষয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। নির্বাচনে কারও হস্তক্ষেপ করার সুযোগ নেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূলে উৎসব শুরু হয়ে গেছে। সাধারণ মানুষের নিজের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু নির্বাচন সামনে রেখে আমাদের দলের তৃণমূল পর্যায়ের কিছু প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্য সরাসরি প্রার্থীদের পক্ষ নিয়েছে। তারা দলীয় নির্দেশনা মানছে না। এদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়মিত খোঁজখবর রাখছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হবে-এটা শতভাগ নিশ্চিত। দলীয় নেতাকর্মীসহ সবাই এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন, নির্বাচন করতে পারবেন। যিনি বেশি জনপ্রিয়, তিনিই নির্বাচিত হবেন। নৌকার প্রার্থী না দিয়ে সেই সুযোগ আওয়ামী লীগ করে দিয়েছে। কিন্তু দলের ব্যানার ব্যবহার করে কেউ পক্ষ নেবে, নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করবে, দলীয় নেতাকর্মীদের মাঝে বিভক্তি তৈরি করবে-সেই সুযোগ দেওয়া হবে না। কারও বিরুদ্ধে নির্বাচনে প্রভাব সৃষ্টির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে কেউ প্রভাব সৃষ্টির চেষ্টা করছে কি না-সে বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। এমপি-মন্ত্রী বা দলের প্রভাবশালী কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আগামী ৮ মে ১৫০ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে নির্বাচনি আমেজ। ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

সর্বশেষ - নীলফামারী

আপনার জন্য নির্বাচিত
ছবি: দৈনিক ইত্তেফাক

জুলাই শহীদ পরিবারে ভাতা ও চাকরি নিয়ে উপদেষ্টা নাহিদের পোস্ট

দাম কমলো সোনার

সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময় 

ধর্ষনের চেষ্টা ব্যর্থ হয়ে,সপ্তম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে হত্যার চেস্টা

তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য:দীর্ঘ ছয়দশক পর রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য:দীর্ঘ ছয়দশক পর রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালু

চিরিরবন্দরে সৌরবিদ্যুৎ চালিত পাম্প গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক

ডাচদের চার উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ  

এসি-ল্যান্ডের বৌভাত ছুটি না নিয়েই ছুটলেন সবাই

এসি-ল্যান্ডের বৌভাত ছুটি না নিয়েই ছুটলেন সবাই

প্রোগ্রামিংয়ে দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় বাংলাদেশ

প্রোগ্রামিংয়ে দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় বাংলাদেশ