রংপুরের পীরগঞ্জে জয়স্মার্ট সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং (জয়সেট) সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার (১৭ই মার্চ) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জয়সেট সেন্টারের উদ্বোধন করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপস্থিত ছিলেন।
জয়সেট সেন্টারের উদ্বোধনের পর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জের এই জয়সেট সেন্টার থেকে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে বাড়বে কর্মসংস্থান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের এই উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, সারাদেশে মোট ৫৫৫টি জয়সেট সেন্টার স্থাপিত হচ্ছে। এতে ২ লাখ ৬৬ হাজার ৪০০ শিক্ষার্থী-তরুণ-যুবকের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে এবংতাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।