নীলফামারীর সৈয়দপুরে শনিবার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে র্যালি এবং হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হক সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলেমুল বাশার, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সাংবাদিক এম এ মোমেনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও কয়েকজন নতুন ভোটার।