নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুগ্ধ উৎপাদনকারী দুই খামারী পেলেন মিল্ক ক্রিম সেপারেটর মেশিন। বৃস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে ওই মেশিন প্রদান করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সৈয়দপুর শহরের নয়াটোলা গ্রামের খামারী সাহিদ আজিজ ও বাঁশবাড়ী গ্রামের রাহিনুর বেগমের হাতে মেশিন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, খামারী মো. নয়ন ইসলাম প্রমুখ।
নতুন বছরে সোনার দামে রেকর্ড
নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…