নীলফামারীতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লামা ইন পেশেন্টকেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ মানি না, মানবা না দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন নীলফামারী জেলা শাখা। বৃহস্পতিবার (১৮ মে) সকালে শহরের চৌরঙ্গী স্বাধীনতা স্মৃতি অম্লাম চত্বরে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্লোগান তুলে ধরেন কারিগরির সিদ্ধান্তের বিরুদ্ধে। শিক্ষার্থীরা প্লাকার্ডে ৬মাসে হলে নার্স রোগির সর্বনাশ , কারিগরি মুক্ত নার্স চাই, কারিগরিদের সাধনা পূরনা হতে দেবনা এধরনের নানা লেখা প্লাকার্ড শ্লোগান তুলে ধরেন তারা। এসময় বিডিএসএনইউ জেলা শাখার সভাপতি তাপসি রায় ও সাধারণ সস্পাদক আজিজুল ইসলাম আজিজ সহ নীলফামারী নার্সেস ইউনিয়নের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্লোগান ও বক্তব্যে বলেন গত ০২ মে প্রজ্ঞাপনে লক্ষ্য করা যায়,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে আমরা দেখতে পাই বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে পাশকৃত শিক্ষার্থী যাদের শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি এবং তারপর যারা ৩/৪ বছরের পেশেন্ট কেয়ার টেকেনোলজি কোর্স করার পর (তবু বাংলা মাধ্যমে) শুধুমাত্র ৬ মাসের ইন্টার্নশীপ যোগ্যতা অর্জন করে। তাদেরকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমান করা হয়েছে। যা যোগ্যতা অনুসারে বিচার করলে চাক্ষুস পক্ষপাত দৃশ্যমান। কেননা এখানে শিক্ষাগত যোগ্যতার এক বিশাল বৈষম্য প্রচন্ডভাবে লক্ষনীয়। যা মেনে নেওয়া অসহনীয় এবং এটি আমাদের নার্স চিত্তের ক্ষোভের সৃষ্টি। তাই আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। এছাড়াও তাদের ৫ দছা দাবীর মধ্যে রয়েছে কারিগরি মুক্ত নার্সিং চাই, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে সমমান ডিগ্রী চাই, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করণ ও ইন্টার্ন ভাতা নিশ্চিত করণ, সরকারি নার্সিং এ ছেলে কোটা ১০% থেকে ২০% এ এবং বেসরকারি নাসিং এ ২০% থেকে ৩০% এ উন্নিতকরণ ও ছেলেদের আবাসিক হলের ব্যবস্থা করণ।
নতুন বছরে সোনার দামে রেকর্ড
নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…