দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমির উদ্যোগে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের লাগাতার ৮ বারের জাতীয় সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সহ-সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী ও প্যানেল মেয়র মামুনুর রশীদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমির পরিচালক তারিকুজ্জামান শুভ।
উদ্বোধনী খেলায় সাহাগার ট্রেডার্স একাদশ বনাম চম্পা জুয়েলার্স একাদশ অংশ নেয়। খেলার শেষ পর্যন্ত সাহাগার ট্রেডার্সকে ২-০ গোলে পরাজিত করে চম্পা জুয়েলার্স জয়ী হয়।
খেলা পরিচালনা করেন খেলোয়াড় শাহিদুজ্জামান বাবুসহ জনি মন্ডল ও হারুন উর রশীদ। ধারা ভাষ্যকার ছিলেন তপু ও আরাফাত রতন। মাঠে মেডিকেল টিমের দায়িত্ব পালন করেন এসএ সৌরভ।
চিরিরবন্দরে ধর্ষণ মামলার আসামী কালুর আদালতে আত্নসমর্পণ
কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মামলা ধামাচাপা দিতে মা-মেয়ে ও ছেলেকে ঘরের মধ্যে প্রেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার আসামী উপেন চন্দ্র পাল…