জেলার কিশোরীগঞ্জ উপজেলায় সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অনুমোদনহীন ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার(২৪ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিমুল মিল্লাত সাংবাদিকদের জানায়, দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছে। তাদের অনেকবার অনুমোদনের জন্য বলা হলেও তারা তা করেননি। বুধবার দুপুরে ওই ক্লিনিকে গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসে সিলগালা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।