রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জলঢাকায় প্রকাশ্য দিবালোকে অগ্নিকাণ্ড দুর্বৃত্তদের অভিযোগের আঙ্গুল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে 

প্রতিবেদক
জলঢাকা প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ

নীলফামারী জলঢাকায় সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় সংলগ্ন একটি বিশাল খড়ের পুজে প্রকাশ্য দিবালোকে কলেজ শাখার কিছু দুর্বৃত্ত শিক্ষার্থী কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীেদের অভিযোগ এ অগ্নিকান্ডের ঘটনা পরিকল্পিত ভাবে কলেজ অধ্যক্ষই ঘটিয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কিংবা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে উদঘাটন করতে পারেনি, আসলে কে বা কাহারা এবং কেন এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। 

আজ ২১শে জানুয়ারী রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় সংলগ্ন কলেজপাড়ায় এ আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শুরু হয়েছে ধ্রুমজাল। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখে যায়, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রানপন চেষ্টায় অগ্নিকান্ড সংঘটিত স্থানে পানি নিষ্কাশন করছেন। একদিকে পুলিশের উপস্থিতি অন্যদিকে উৎশুক জনতা ও মিডিয়া কর্মীদের আনাগোনা। এ সময় কলেজপাড়া গ্রামের বাসিন্দা মশিউর রহমান হিট্টু গণমাধ্যমে অভিযোগ করে বলেন, আমার  দখলীয় জমির বাঁশের বেড়া টানাহেঁচড়া করে তুলে দিয়ে বেদখল দেয়ার চেষ্টা করে কলেজের শিক্ষার্থীরা। সেখানে থাকা একটি খড়ের পুজ পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটায় তারা। এ সময় তিনি আরো বলেন ,কলেজের অধ্যক্ষ আকবর আলী ও অফিস সহকারী মানিক হোসেনের হুকুমে এবং নির্দেশনায় কলেজ শাখার কিছু দুর্বৃত্ত শিক্ষার্থীরা আমার দখলীয় জমির বেড়া ভেঙ্গে দিয়ে খড়ের পুজে আগুন লাগিয়ে দিয়েছে। এসময় আমার গায়ে হাতও তুলেছে অধ্যক্ষ। অনুসন্ধানে জানা যায়, কলেজ পাড়ায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। আরো জানা যায়, তৎকালীন ওই জমির মালিক কান্তেশ্বর রায় ( পন্ডিত) গত ৩০শে নভেম্বর ১৯৫৯ সালে ৪০২ দাগে ০.৩৬ একর ও ৪০৪ দাগে ৪.০৫ একর জমি বিক্রি করেন আব্দুর রশিদ খাঁ, তার মা জমিলা খাতুন, নাবালক পুত্র আব্দুল ওয়াহেদ খাঁ ও ভাই আকমল হোসেন খাঁ'র নিকট।

অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের দাবী আব্দুর রশিদ খাঁ এবং তার নাবালক ছেলে ওয়াহেদ খাঁ'র অংশ হইতে ১ একর জমি ( ১শত শতাংশ )  জমি কলেজ প্রতিষ্ঠা কালীন সময়ে কবলা সূত্রে দান করেন। দীর্ঘদিন যাবৎ এ জমি নিয়ে কোন মাথা ব্যাথা না হলেও বর্তমান সময়ে দাতা সদস্য ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় কলেজ সংলগ্ন উক্ত জমি কলেজ কর্তৃপক্ষ আমিন কর্তৃক মাফযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের জমি বলে দাবী করেন। কিন্তূ দাতা সদস্যের অংশিদ্বারিত্বে থাকা আকমল খাঁয়ের পুত্রবধূ জুলিয়াছ তানিয়াছ উক্ত জমি নিজের বলে দাবী করায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। উক্ত জমিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন জুলিয়াছ তানিয়াছ। আদালত উক্ত মামলটি পর্যালোচনায় ফৌঃ কাঃ বিঃ(১৮৯৮ এর ১৪৫)(১) ধারার বিধান মোতাবেক প্রতিপক্ষকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন এবং প্রাথমিক তদন্তের জন্য স্থানীয় এ্যাসিল্যান্ড ও থানা পুলিশকে অবগত করেন। অন্যদিকে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা থাকলেও সে নিষেধাজ্ঞাকে অমান্য করে পূর্ব পরিকল্পিত ভাবে কিছু দুর্বৃত্ত শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে এ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আকবর আলী বলেন কোন হক দারের হক আমার পক্ষে পন্ড করা সম্ভব নয়। উক্ত জমির খারিজ খাজনা সহ সমস্ত কাগজ পত্রাদির ডুকোমেন্ডে আমার কাছে আছে। অবশ্যই শিক্ষার্থীদের যাওয়া ঠিক হয়নি। যেহেতু এটি কলেজের জায়গা সেহেতু শিক্ষার্থীরা আকস্মিক ভাবে উপস্থিত হয়ে একটি অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটায় যা করাটা শিক্ষার্থীদের পক্ষে ঠিক হয়নি। শিক্ষার্থীদের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাতে আমি হতবিহ্বল। 

এ বিষয়ে জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ইনচার্জ মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘন্টা ব্যাপী পানি নিষ্কাশনের মাধ্যমে বাসা বাড়িতে আগুনের সুত্রপাত বিচ্ছিন্ন ঘটাতে সক্ষম হই এবং  ৩০ হাজার টাকা মুল্যের খড় পুরে ছাই হয়ে গেছে ও প্রায় ২ লক্ষাধীক টাকা মুল্যের মালামাল উদ্ধার করতে সক্ষম হই। আগুনের সূত্রপাত বিষয়ে তিনি জানান, প্রাথমিক ধারনায় আসলে প্রতীয়মান হচ্ছে না ঠিক কি কারনে আগুনের সূত্রপাত ঘটেছে। আগে তদন্ত করে দেখি তখন জানাতে পারবো। 

অন্যদিকে এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি)মুক্তারুল আলম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে না পাওয়ায় তাঁর মন্তব্য জানা যায়নি।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে শিক্ষা উপকরণ, গাছের চারা বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা

’গ্রামীণ ব্যাংকে ড. ইউনূসের কোনো মালিকানা নেই’

জলঢাকায় যুবলীগের শান্তি মিছিলে জনশ্রোত 

বঙ্গবন্ধুর ত্যাগই আওয়ামী লীগের ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রেরণা যোগায়-সাবেক পররাষ্ট্রমন্ত্রী

চিরিরবন্দরে বিজ্ঞান মেলা উদ্বোধন

চিরিরবন্দরে আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখল কারা?

নীলফামারীর ৪ ইউপিতে নির্বাচনে আ.লীগ ২, বিদ্রোহী ১ স্বতন্ত্র ১

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

৩ ঘন্টা মহাসড়ক অবরোধ