দিনাজপুরের চিরিরবন্দরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের আখতারের বাজার সংলগ্ন মিয়াপাড়া মাঠে আমরা ফুটবল একাদশ এ ফাইনাল খেলার আয়োজন করে। খেলাঢ স্বাগতিক আমরা ফুটবল একাদশ ও চিরিরবন্দর ভাই ভাই একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলাটি নির্দিষ্ট সময়ে ১-১ গোলে সমতা হয়। পরে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে স্বাগতিক আমরা ফুটবল একাদশ ৭-৬ গোলে চিরিরবন্দর ভাই ভাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন সাজেদুর রহমান রুবেল, হাবিবুর রহমান হাবিব ও মোস্তাফিজুর রহমান বাবু।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া বিজয়ীদলকে একটি বড় খাসি ও রানাসআপদলকে একটি ছোট খাসি ছাগল প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে সাঁইতাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. মোকারম হোসেন, চিরিরবন্দর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোরশেদ উল আলম, প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।