নীলফামারী সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প এর উদ্যোগে এবং দাতাসংস্থা পিকেএসএফ এর অর্থায়নে প্রবীণ জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রবীণ কর্মসূচির আওতায় বোতলাগাড়ী ইউনিয়নের প্রবীণ সামাজিক কেন্দ্রে ১১০ জন প্রবীণ ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শার্পের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোস্তাহার- উল আলম, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী আব্দুস সালামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।