বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জাতিসংঘে স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশে আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, নিরাপরাধ মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস বন্ধে এবং বিএনপি-জামায়াত নিষিদ্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ‘বাংলাদেশের উন্নয়ন ও শান্তি সমাবেশ’ শিরোনামে গত ৩ জানুয়ারি সমাবেশের পর জাতিসংঘ সদর দফতরে স্মারকলিপি প্রদান করেন তারা।

সমাবেশে বাংলাদেশে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচন বানচাল করার দেশি ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে প্রতিবাদ জানান বক্তারা। তারা বলেন, ‘এসব ষড়যন্ত্রকারীরাই ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং এখন বাংলাদেশের উন্নয়ন চায় না।’ বক্তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক থেকে নির্বাচন সফল করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিউ ইয়র্কের সমাবেশ থেকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রবাসী বাঙালিরা সমাবেশে বলেন, ‘বিএনপি নির্বাচন ভণ্ডুল করার যাবতীয় অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করছে। অথচ বাংলাদেশের জনগণ নির্বাচন চায়। তারা যেন যথাযথভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পথে বাধা সৃষ্টিকারী যেকোনো অপশক্তিকে রুখে দিতে আহ্বান জানানো হয়।

যারা নির্বাচন বানচালের চেষ্টা চালাবে, পশ্চিমা রাষ্ট্রগুলোর তাদের ওপর স্যাংশন দেয়ার হুমকির কথা স্মরণ করিয়ে দিয়ে সমাবেশে যুক্তরাষ্ট্র বক্তারা, জামায়াত-বিএনপির সকল অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা বলেন,‘ নির্বাচন নস্যাৎ করার জন্য বিএনপি-জামায়াত দেশজুড়ে জ্বালাও-পোড়াও চালাচ্ছে।’ এসব অপরাজনীতি ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পশ্চিমা শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরলস কাজ করছেন তখন বিএনপি-জামায়াতের দেশব্যাপী নাশকতা চালাচ্ছে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এসব জ্বালাও-পোড়াওয়ের ফলে শিশুসহ যাদের করুণ মৃত্যু হয়েছে, তাদের স্মরণ করে নৃশংস ওইসব ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে। অগ্নিসন্ত্রাসসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এ লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

  • Related Posts

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    প্রভাষ আমিন চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে একটা দারুণ বিভ্রান্তি তৈরি হয়েছে। কার বিরুদ্ধে আন্দোলন, কেন আন্দোলন, দাবি কার কাছে- এসব ঠিক পরিষ্কার নয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে এক প্রজ্ঞাপন…

    Continue reading
    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রবিবার (১৪ জুলাই) চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি