দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারী জেলা জাতীয় পার্টির (জাপা) নেতা সিদ্দিকুল আলম সিদ্দিককে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়কের দ্বায়িত্বে ছিলেন।
সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিএম কবির মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান। একই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে রয়েছেন সিদ্দিকুল আলম সিদ্দিক।
এ বিষয়ে জাপা নেতা সিদ্দিকুল আলম বলেন, জনগণের উন্নয়নে স্বার্থে আমি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়েছি।