খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভায় ও পোশাক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি গ্রামে বড়দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি গ্রামের খ্রিষ্ট ধর্মের সমাজসেবক লক্ষণ রাম টুডু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ট্রিনিটি লুথারেন চার্চের পাস্টর ধীরেন হাঁসদা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টের সদস্য বাবুলাল হাঁসদা। শেষে আনুষ্ঠানিকভাবে খ্রিষ্ট ধর্মাবলম্বীর অর্ধশত নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
চিরিরবন্দরে ধর্ষণ মামলার আসামী কালুর আদালতে আত্নসমর্পণ
কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মামলা ধামাচাপা দিতে মা-মেয়ে ও ছেলেকে ঘরের মধ্যে প্রেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার আসামী উপেন চন্দ্র পাল…