সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ। পাট শিল্পের অবদান র্স্মাট বাংলাদেশ বিনিমার্ণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাট ব্যবসায়ী,জুটমিল, অটো-রাইসমিল ও উদ্যোগতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করেন পাট অধিদপ্তর।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী চেম্বার অব কমার্চের সভাপতি প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু, মুখ্য পাট কর্মকর্তা ফিরোজ আহমেদ, এম আরসি অটোরাইস মিলের প্রতিনিধি মশিউর রহমান, উদ্যোগতা জেমিন আকতার প্রমুখ। এ ছাড়াও ৫০ জন স্টেকহোলডার সভায় অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি কর্মকর্তারা কৃষকের সাথে মিলেমিশে মাঠ পর্যায়ে কাজ করলে পাটের উৎপাদন ও মান উন্নয়ন সম্ভব। এদিকে,পণ্যে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহব্বানও জানান তিনি। ক্ষতিকর পলিথিন পরিবেশের কি কি ক্ষতি করে তা জনগনের সামনে তুলে ধরা সকলের দায়িত্ব। আর মানুষ সচেতন বিভিন্ন পণ্যে পাটের বস্তা ব্যবহার সম্ভব হবে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…