শিল্পকারখানায় উৎপাদনের ক্ষেত্রে দিনাজপুরের ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রি লিমিটেডকে রংপুর বিভাগের দিনাজপুর জেলার সেরা মূল্য সংযোজন কর (মুসক) দাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মূল্য সংযোজন কর (মুসক) দিবস ও মুসক সপ্তাহ উপলক্ষে গতকাল রবিবার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় মূসক দিবস ও মূসক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, রংপুর এর সম্মেলন কক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার ড. নাহিদা ফরিদী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং রংপুর ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসী পলি।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে রংপুর বিভাগের দিনাজপুর জেলার সেরা মূল্য সংযোজন কর (মুসক) দাতা হিসেবে নির্বাচিত দিনাজপুরের ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্ত’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। একই অনুষ্ঠানে রংপুর বিভাগের নির্বাচিত ১১ জন সেরা মূল্য সংযোজন কর (মুসক) দাতাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
চিরিরবন্দরে ধর্ষণ মামলার আসামী কালুর আদালতে আত্নসমর্পণ
কাঞ্চন সরকার, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মামলা ধামাচাপা দিতে মা-মেয়ে ও ছেলেকে ঘরের মধ্যে প্রেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার আসামী উপেন চন্দ্র পাল…