শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নীলফামারী জেলার টুপামারী ইউনিয়নে প্রথমবারের মতো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদযাপন

প্রতিবেদক
বার্তা প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ

৯ ডিসেম্বর, ২০২৩, টুপামারী, নীলফামারী সদর: জেলা সদরের টুপামারী ইউনিয়নে প্রথমবারের মতো প্রান্তিক পর্যায়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  হয়েছে।  ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই প্রতিপাদ্য সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র সহযোগিতায় গঠিত টুপামারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক একটি সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। 

দিবসটি উপলক্ষে শনিবার দুপুর ১২:০০ টায়  টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মছিরত আলী শাহ ফকির, টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,  টুপামারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, সনাক এর সহ-সভাপতি মো. মিজানুর রহমান লিটু, একটিভ সিটিজেন্স গ্রুপের সদস্যবৃন্দ, ইয়েস সদস্য সহ স্থানীয় সাধারণ জনগণ।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতি প্রতিরোধের জন্য আগামী প্রজন্মকে কাজ করতে হবে। তাঁদের দুর্নীতি না করার শপথ নিতে হবে। 

মানববন্ধন  শেষে টুপামারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানের নেতৃত্বে একটি র‌্যালি টুপামারী বাজার প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সর্বশেষ - নীলফামারী

আপনার জন্য নির্বাচিত