নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার (৮ডিসেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটক পরীক্ষার্থীরা হলেন, তমাল চন্দ্র (২৫), রাফিয়া আকতার (২৩) ও ওমর ফারুক (২৭)।
সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাঁদের আটক করে কেন্দ্রসচিবকে অবগত করেন। পরে কেন্দ্রসচিব আটকদের পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অসংখ্য মানুষ। ফসল, গবাদি পশু থেকে শুরু করে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছে অনেক পরিবার। সেরকম কিছু পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে হুয়াওয়ে। এবছর নিজেদের ত্রাণ কার্যক্রমের…