বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইউনেসকোর স্বীকৃতি পেলো ঢাকার রিকশা ও রিকশাচিত্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

ইউনেসকোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে ঢাকার রিকশা ও রিকশাচিত্র।
বুধবার (৬ ডিসেম্বর) সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে শহরে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক ২০০৩ কনভেনশনের চলমান ১৮তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় বুধবার এ বৈশ্বিক স্বীকৃতি দেওয়া হয়।
জামদানি, শীতলপাটি বয়নশিল্প, বাউল গান ও মঙ্গল শোভাযাত্রার পর প্রায় ছয় বছরের বিরতিতে বাংলাদেশের পঞ্চম অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ এ স্বীকৃতি লাভ করেছে। এ স্বীকৃতির ফলে বিগত আট দশক ধরে চলমান রিকশাচিত্রকর্ম একটি বৈশ্বিক ঐতিহ্য হিসেবে ইউনেসকোর স্বীকৃতি লাভ করলো বলে জানিয়েছে সাংস্কৃতি মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, বিগত ছয় বছর ধরে এ চিত্রকর্মের নিবন্ধন ও স্বীকৃতির প্রক্রিয়া চলমান থাকলেও প্রথম চেষ্টায় তা ব্যর্থ হয়। তবে ২০২২ সালে পুনরায় নথিটি জমাদানের সুযোগ দেওয়া হলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সম্পূর্ণ নথিটি নতুনভাবে প্রস্তুত করা হয়।
বাংলাদেশের রিকশাচিত্র ইউনেসকোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সভায় উপস্থিত আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সদস্য, উপস্থিত মন্ত্রী, রাষ্ট্রদূতসহ শতাধিক দেশের প্রতিনিধি বাংলাদেশের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং এ চিত্রকর্মের বৈচিত্র্যপূর্ণ বহিঃপ্রকাশে তাদের সন্তুষ্টি ব্যক্ত করেন।
এ অর্জনের মাধ্যমে ইউনেসকোতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ৪২তম সাধারণ পরিষদের সভায় বাংলাদেশ ইউনেসকো নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়। ইউনেসকোতে বাংলাদেশের এ ধারাবাহিক সাফল্যকে সংশ্লিষ্ট মহল বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা হিসেবে অভিহিত করেন।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ ও সচিব খলিল আহমদ এ অর্জনকে বাংলাদেশের জন্য বিরল সম্মান হিসেবে অভিহিত করেন। এছাড়া নিবন্ধন ও স্বীকৃতি প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর ও প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অভিনন্দন জানান তারা।

সর্বশেষ - রংপুর বিভাগ

আপনার জন্য নির্বাচিত

সৈয়দপুরে স্বাভাবিক হচ্ছে শিক্ষা কার্যক্রম বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি

নীলফামারীতে সেবাইতদের নিয়ে নয়দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

আজ রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা

আজ রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা

চলতি অর্থবছরে দিনাজপুর জেলার ৩২৬টি এতিমখানায় ১৩ কোটি ৮২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

চলতি অর্থবছরে দিনাজপুর জেলার ৩২৬টি এতিমখানায় ১৩ কোটি ৮২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

মির্জা ফখরুলের মনোবিজ্ঞান চর্চা ও একটি বিশ্লেষণ

মির্জা ফখরুলের মনোবিজ্ঞান চর্চা ও একটি বিশ্লেষণ

সংঘাত বিহীন নিরঙ্কুশ বিজয়েও যখন অখুশি টিআইবি

হরতাল ডেকে মাঠে নেই বিএনপি, তালাবদ্ধ দলীয় কার্যালয়

হরতাল ডেকে মাঠে নেই বিএনপি, তালাবদ্ধ দলীয় কার্যালয়

চিরিরবন্দরে জনসচেতনতায় মতবিনিময় সভা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজেরছাত্রী পরমা মজুমদার রবীন্দ্র সংগীতে জেলায় প্রথম