মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবলের বেতন ভাতা রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী সদর উপজেলা শাখা।গতকাল বুধবার (১০ মে) বেলা ১১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন এই প্রকল্পের সাথে যুক্ত শিক্ষক-শিক্ষিকারা।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ‘ইসলালী ফাউন্ডেশনের অধীনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি অতি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রকল্পটির আওতায় প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ ৭৩ হাজার ৭শত ৬৮টি কেন্দ্রে পাঠদান করে আসছেন শিক্ষকেরা। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ২৪ লাখ ১৪ হাজার ২০০ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। যার মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পূর্ণকারী শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয় শতভাগ ভর্তি, স্বাক্ষরতার হার বৃদ্ধি, সহিভাবে পবিত্র কুরআন শিক্ষা, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ও সামাজিক সমস্যা বলি নিয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই এই প্রকল্পের যুক্ত সকলের বেতন ভাতা রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানানো হয়।’
স্বারকলিপি প্রদানের সময় বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ ময়নুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মুফতি আবু সাইদ সহ জেলা-উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, ধর্মীয় এবং সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ জানুয়ারী) কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪০টি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে…