দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন প্রার্থী।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাকীর হোসেন বাবুল, জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, তৃণমূল বিএনপির প্রার্থী ড. আব্দুল্লাহ আল নাসের, ন্যাপ- ভাসানী প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, আওয়ামী লীগ (স্বতন্ত্র প্রার্থী) মোখছেদুল মোমিন, সাখাওয়াৎ হোসেন খোকন, জাতীয় পার্টির (স্বতন্ত্র) প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী এম সাজেদুর করিম ও জাসদের প্রার্থী আজিজুল হক ।
এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান।