দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নৃপেন্দ্রনারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২১-২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মেডেল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নৃপেন্দ্রনারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজিত সংবর্ধনা ও মেডেল অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন,পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দীক আবু , উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন চৌধুরী, পৌরসভার আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন,দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিমুল্লাহ্ প্রমুখ ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে দেবীগঞ্জকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। নৃপেন্দ্রনারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সাথে দেশের জন্য কাজ করছেন।
৫৬ বিজিবি কর্তৃক পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ০৬ জন বাংলাদেশী নাগরিক আটক*
ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর থানাধীন ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত…