নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধায় সৈয়দপুরের সাইল্যার মোড় পীরপাড়া সড়কের গাড়ারডাঙ্গা এলাকায়। নিহতের নাম জ্যোতি রায় (৪৫)। তাঁর বাড়ি উপজেলার বেনীরহাটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মোটরসাইকেল চালক ওই সড়ক দিকে পূর্বদিকে যাচ্ছিলেন আর অপরদিক থেকে ধানবোঝাই ট্রাক্টর পশ্চিমে যাচ্ছিলেন। এসময় ট্রাক্টরের চাপায় নাড়ি ভূড়ি বাইরে বেড়িয়ে পড়ে মোটরসাইকেল চালক জ্যোতি রায়ের। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।