বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নীলফামারী জেলা শাখার কমিটি হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার চওড়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ নুর ইসলাম।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে সহ-সভাপতি ইটাখোলা ইউপি সচিব জহুরুল হক শাহ, সাংগঠনিক সম্পাদক সোনারায় ইউপি সচিব রাজু আহমেদ, খাতামধুপুর ইউপি সচিব জাকির হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক চড়াইখোলা ইউপি সচিব মোস্তাক হোসেন।
জেলার ৬০টি ইউনিয়ন পরিষদের সচিবরা উপস্থিত থেকে ঐক্যমতের ভিত্তিতে এই কমিটি গঠন করে।