বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ই-পেপার
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গল্প ও কবিতা
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ছে, ডিসেম্বর থেকে কার্যকর

প্রতিবেদক
বার্তা প্রতিবেদক
নভেম্বর ১, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
পোশাক শ্রমিকদের মজুরি বাড়ছে, ডিসেম্বর থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্ধারণ হবে। বর্ধিত এ বেতন কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। বুধবার মালিক-শ্রমিক ও নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষে এ কথা জানান বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

মজুরি বোর্ডের সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা।

সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতনের ক্ষেত্রে ৭টি গ্রেড থেকে পাঁচটিতে নিয়ে আসা। এখানে মালিক-শ্রমিক উভয় পক্ষই একমত হয়েছেন।’

তিনি আরও জানান, ‘নূন্যতম মজুরি নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরও একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় নির্ধারণ হবে নূন্যতম মজুরি। ওই দিনের সভায় বিজিএমইএ থেকে লিখিত আকারে প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে বিজিএমইএ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে শ্রমিকদের দেওয়া প্রস্তাবের সঙ্গে অনেক ব্যবধান। আশা করছি এটা কমে আসবে।’

বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘শ্রমিক ও মালিক পক্ষের প্রস্তাবে সব সময় কিছুটা পার্থক্য থাকে। বৈশ্বিক অর্থনীতির অবস্থা ও শিল্প-উদ্যোক্তাদের বিভিন্ন প্রেক্ষাপট সামনে রেখে আমরা এ প্রস্তাবনা করেছিলাম গত সভায়। সব কিছু বিবেচনা করে মজুরি বৃদ্ধি করতে হবে। আমরা মজুরি বৃদ্ধি করবো। আগামী সভায় লিখিত আকারে আমরা বোর্ডের কাছে উপস্থাপন করবো।’

এর আগে ২২ অক্টোবর বোর্ডের কাছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধি। একই দিন শ্রমিকপক্ষের প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষের প্রতিনিধি নূন্যতম মজুরি মাত্র দুই হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষের প্রস্তাবের ওপরই বুধবার আলোচনা হয়।

সর্বশেষ - নীলফামারী

আপনার জন্য নির্বাচিত

নীলফামারী স্বাচিপের নতুন কমিটির পরিচিতি সভা

ডোমারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও জাতীয় শোক দিবস পালন

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

বীর নিবাস পেয়ে জীবনমান পাল্টে যাচ্ছে জলঢাকার অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের

তফসিল ঘোষণার আগে হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্দেশ্য কী?

ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে ২৩শে মে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে ২৩শে মে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

জিজ্ঞাসাবাদে হামলার দায় স্বীকার করে নিলো বিএনপি কেন্দ্রীয় নেতারা

জিজ্ঞাসাবাদে হামলার দায় স্বীকার করে নিলো বিএনপি কেন্দ্রীয় নেতারা

ডিমলায় বাদাম বিক্রেতা শিশু লামের পাশে দাড়ালেন ইউএনও

নীলফামারীতে পুকুর খননের আড়ালে ফসলি জমি নষ্ট করে মাটির ব্যবসা

তারুণ্যের পছন্দ আওয়ামী লীগ