নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। সোমবার(৩০ অক্টোবর) দুপুরে ওই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় তিনি বলেন, রাজনীতি মানে মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, মানুষের উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের উন্নয়ন করছে। উন্নয়নের ধারা এখনও অব্যাহত রয়েছে। এখনো অনেক অসম্পূর্ণ কাজ আছে, সেগুলো সম্পন্ন করার জন্য আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের উন্নয়ন হবেই।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সফিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম প্রমুখ।
জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ৯৩ লাখ টাকা।