নীলফামারীর সৈয়দপুরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রিইব বাস্তবায়িত “তথ্য অধিকার আইনের বাস্তবায়নের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ” প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করা হয়। আজ বুধবার ( ২৫ অক্টোবর) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান রিচার্স ইনিশিয়েটিস্ বাংলাদেশ (রিইব) সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান রিচার্স ইনিশিয়েটিস্ বাংলাদেশ (রিইব) সহকারী পরিচালক এ্যাডভোকেট রুহি নাজ।
সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক নাছিম রেজা শাহ এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য দেন উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান রিচার্স ইনিশিয়েটিস্ বাংলাদেশ (রিইব) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।
তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপ সৈয়দপুর শাখার সভাপতি শফিকুল আলমের সঞ্চালনায় এতে প্রকল্পের ওপর ধারণাপত্র পাঠ করেন সৈয়দপুর আরটিআই এক্টিভিষ্ট গ্রুপ এর সদস্য সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।
অবহিতকরণ সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক মেহেরুন্নেছা, সৈয়দপুর আরটিআই এক্টিভিষ্ট গ্রুপের সদস্য রুহুল আলম, ওবায়দুর রহমান, মাহামুদুল হাসান ও সোহাগ রানা দিপু প্রমুখ।
অবহিতকরণ সভায় সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন (আরটিআই) গ্রুপের সদস্য, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ ৫৬ জন অংশ নেন।