নীলফামারীর কিশোরগঞ্জে ক্লুলেস হত্যা মামলায় চার আসামীকে গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটন বিষয়ে সংবাদ কর্মীদের সাথে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০২ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে হত্যাকান্ডের বিবরণ ও গ্রেফতারকৃত আসামীদের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি তুলে ধরেন। লিখিত প্রেস নোটের তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ থানার মামলা নং-২৫, গত ২৮ আগস্ট ২০২৩ তারিখ, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০, জিআর নং-১৫৪/২০২৩ মামলার বাদী কিশোরগঞ্জ থানার এস.আই(নিঃ) প্রভাত চন্দ্র রায়। ঘটনার বিবরণে জানা গেছে ভিকটিম মোর্শেদুলকে ঘটনার পূর্বে আসামী ইব্রাহিম তুচ্ছ ঘটনার জেরে ২৪ আগস্ট তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর আসামীরা পুর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে পৌছে প্রথমে মারপিট ও ধারালো অস্ত্রধারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে বালিতে পুতে রাখে। এর পর আসামীরা হত্যাকান্ডের সকল আলামত কিছু দুরে বালুতে পুতে রাখে। নীলফামারী পুলিশ হত্যার এ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে নিজে বাদী হয়ে হত্যার রহস্য উদঘাটন ও এ কাজে জড়িতদের আটক করতে সক্ষম হয়। গ্রফতারকৃত আসামীরা হলেন মোঃ ইব্রাহিম(১৯), সেলিম মিয়া(২৭), আনোয়ারুল ইসলাম(৩০) ও বাদশা আলমগীর(৩১)। রিমান্ড শেষে চার আসামীদের মধ্যে তিনজন বিজ্ঞ আদালতের সম্মুখে স্বীকারোক্তি মুলক জবান বন্দী প্রদান করেছেন। নীলফামারী পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা এ হত্যাকান্ডের তথ্য উপস্থাপন করেন। এসময় তিনি বলেন মাদক, সন্ত্রাশ ও জঙ্গীবাদ নির্মূল সহ সকল অপকর্মের বিরুদ্ধে ও জনগণের নিরাপত্তায় পুলিশ বাহীনি কাজ করে যাবে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ সৈয়দপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি…