নীলফামারীতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক লি: নীলফামারী শাখার সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ব্যাংকের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্ত্যব রাখেন শাহিদ মাহমুদ চেয়ারম্যান উপজেলা পরিষদ নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ তানভিরুল ইসলাম অফিসার ইনচার্জ নীলফামারী থানা। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল্লাহ অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক রংপুর। সহকারী আলোচক মোঃ সাজেদুল ইসলাম উপপরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর, হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক নীলফামারী প্রেসক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ওয়াহেদুননবী ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নীলফামারী। বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা, সুধি সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি ফোরামের প্রতিনিধিবৃন্দ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন।
নতুন বছরে সোনার দামে রেকর্ড
নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…