নীলফামারী সদরের বারুণীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত দৃষ্টিনন্দন চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাকজমকপূর্ন আয়োজনের মধ্য দিয়ে ভবন উদ্ধোধনের প্রধান অতিথি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে স্বাগত জানানো হয়। নব নির্মিত বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন শেষে দোয়া ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগ সভাপতি মশফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুজার রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান, আতাউর রহমান শাহ্ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় সহ সকল শিক্ষক ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিবর্গ।
নতুন বছরে সোনার দামে রেকর্ড
নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…