শাহরুখ-দীপিকা জুটি মানেই সুপারহিট। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ থেকে এই যাত্রা শুরু, সর্বশেষ জওয়ান-এ দেখা গেছে এই জুটিকে। দুজনে যখনই এক ফ্রেমে আসেন, দর্শকরা মাতোয়ারা হন তাদের রোমান্সের ঝলকে। সিনেমাপ্রেমী সবাই জানেন, দীপিকার ক্যারিয়ারের শুরুটাই কিং খানের হাত ধরে।
এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি তাকে। তাই যখনই শাহরুখ খানের সঙ্গে কাজ করার কোনো সুযোগ পান, দ্বিতীয়বার ভাবেন না তিনি। শাহরুখ ও তিনি একে অপরের লাকি চার্মস, এমনটাই মনে করেন দীপিকা। সম্প্রতি শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল।
এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন যে, শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্ক সত্যিই অন্যরকম। তারা একে অপরের জন্য ভাগ্যবান। তাদের মধ্যে ‘বিশ্বাস এবং সম্মান’ তাদের একে অপরের প্রতি দুর্বল রেখেছে সবসময়।
জওয়ানে অভিনয়ের জন্য প্রায় ১৫-২০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন দীপিকা, এমন গুঞ্জনের বিষয়ে সাক্ষাৎকারে স্পষ্টভাবে কথা বলেছেন দীপিকা।
তিনি জানান, জওয়ান চলচ্চিত্রে তার বিশেষ উপস্থিতির জন্য কোনো চার্জ নেননি তিনি। দীপিকা বলেন, আমি রণবীরের ‘৮৩’ সিনেমার একটি অংশ হয়েছি, কারণ আমি চেয়েছিলাম যে স্বামীর গৌরবের পেছনে দাঁড়িয়ে থাকাটা নারীদের জন্য একটি আশীর্বাদ হয়ে উঠুক। আমি আমার মাকে এটা করতে দেখেছি। তা ছাড়া শাহরুখ খানের যেকোনো সিনেমায় বিশেষ উপস্থিতির ডাক পড়লে আমি সেখানে আছি। রোহিত শেঠির সাথেও একই সম্পর্ক আমার।
এই বছরের শুরুতে দীপিকাকে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এ দেখা গিয়েছিল। এবার জওয়ানে তার ক্যামিওর জন্য প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। ২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর এই জুটি ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাদের সব চলচ্চিত্র বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।
‘পাঠান’ বিশ্বব্যাপী এক হাজার কোটিরও বেশি আয় করেছে। ‘জওয়ান’ ইতিমধ্যে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপি আয়ের কাছাকাছি। বক্স অফিসের হিসাব মতে, এই জুটি এখন সর্বোচ্চ আয় করা জুটি হিসেবে শীর্ষে রয়েছে বলিউডে।
সৈয়দপুর উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ…