জলঢাকায় বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করায় সংবাদ সম্মেলন

নীলফামারী জলঢাকায় পূর্ব আক্রোশ বসতঃ পরিকল্পিত ভাবে বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে একটি ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ রেখে জীবন নাশের হুমকি দিয়ে আসছে প্রভাবশালী পরিবার। প্রতিপক্ষ এই প্রভাবশালী ব্যক্তিদের অমানবিক নিষ্ঠুর কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আব্দুল জব্বার ( ৬৮ ) নামের এক ভুক্তভোগী। গতকাল ১১ই সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ড আমরুলবাড়ি সিএনজি পাম্প সংলগ্ন নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন স্ত্রী আবিতুন্নেছা ( ৫৫ ) পুত্র আল ইমরান ( ৩৬ ) ছেলে আল ইকরাম বিপ্লব চিশতী ( ৩১ )সহ বাড়ির সদস্যবৃন্দসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদকর্মীরা। 

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আব্দুল জব্বার বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারবর্গের জীবন নাশের হুমকিসহ প্রতিপক্ষের নানাবিধ ষড়যন্ত্রে মানবেতর জীবনযাপন করছি। তিনি বলেন, বিগত ৯ বছর পূর্বে বর্তমান এই ঠিকানায় সাড়ে তিন শতাংশ জমি ক্রয়ের মাধ্যমে পাঁকা বাড়ী নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরাসহ সকল শ্রেণিপেশার মানুষের সাথে মিলে মিশে সম্মানের সাথে দিনাতিপাত করে আসছি। শান্তিপূর্ণ বসবাসের মধ্যে গত কয়েক মাস পূর্বে আক্রোশ বসতঃ এবং প্রতিহিংসা পরায়নে আমাদের বাসার মুল ফটক গেট সংলগ্ন জায়গায় টিনসেটের বেড়া লাগিয়ে দিয়ে আমাদের বাহিরে যাওয়ার রাস্তায় প্রতিবদ্ধগতা সৃষ্টি করে একমাত্র চলমান রাস্তাটি বন্ধ করে দেন প্রতিবেশি আব্দুর রহমান। এ সময় আমাদের কর্মস্থলের জন্য বাহিরে যাতায়াতের কষ্ট সাধ্য হয়। এমতাবস্থায় আমরা ঝগড়া বিবাদে না জরিয়ে সরল মনে আইনের আশ্রয় গ্রহন করি। এ সময় প্রশাসন আমাদের যথাসাধ্য সহায়তা করেছে। এ জন্য আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, অন্যদিকে আমরা যখন আইনের আশ্রয় গ্রহন করি তৎক্ষানিক তারা আরো বেপরোয়া হয়ে উঠে এবং সংঘাতপূর্ন পরিবেশ সৃষ্টি করে। প্রতিপক্ষের এমন আক্রোশপ্রসূত মনোভাব আমাদের ভীতির সৃষ্টি প্রবল করে । ফলে আমার পুত্র বাদী হয়ে জেলা বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন সুষ্ঠু বিচারের আশায়। যাহার নং ২৩/২০২৩ জলঢাকা ফৌঃ কাঃ বিঃ ১৩৩ ধারা মতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষের হিংসাত্মক তৎপরতা ও ক্রোধমত আক্রোশে আমিসহ আমার পরিবারবর্গ বর্তমানে উদ্বিগ্ন, উৎকন্ঠায় ও দুঃচিন্তায় দিনাতিপাত করছি।  এ জন্য যে, আমার পরিবারের শান্তি বিনষ্ট করে বসতবাড়ীর চলাচলের একমাত্র রাস্তাটি টিনের বেড়া লাগিয়ে বন্ধ করে দেয় পার্শ্ববর্তী জমি বিক্রয়কারী আব্দুর রহমান । আমরা আদালতের সরনাপন্ন হলে আব্দুর রহমান ও তার স্ত্রী সন্তানেরা আমাদের উপর চড়াও হয়ে ডাং মার করাসহ আমাদের বাড়ী ঘর ভেঙে দিবে মর্মে হুমকি দিতেছে যার ভিডিও অডিও রেকর্ড মোবাইলে ধারনসহ প্রয়োজনীয় তথ্য রয়েছে। আমরা আইনকে যথাযথ সম্মান করি। সেই সাথে জনগণের আস্থা ও জাতির বিবেক

গণমাধ্যমকে তথা সাংবাদিকদের আমি শ্রদ্ধা করি। তাই আপনাদের মাধ্যমে সার্বিক সহায়তা কামনা করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিতের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি, এবং বাড়ি যাতায়াতের জন্য রাস্তা বেড় করে দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।  

  • Related Posts

    নতুন বছরে সোনার দামে রেকর্ড

    নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…

    Continue reading
    বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ

    ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার প্রস্তাবও করেছে কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মুক্ত মতামত

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    বিভ্রান্তিকর ও স্বার্থপরতার আন্দোলন!

    ‘রাজাকার’ ইস্যু বানিয়ে একই ঘটনার বারবার পুনরাবৃত্তি

    প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন?

    নিয়োগ পরীক্ষায় পাস না করেও কি কোটা ব্যবস্থায় চাকরি পাওয়া যায়?

    কোটা পুনর্বহালে স্থিতাবস্থা মানে কি?

    প্রধানমন্ত্রীর সফরে পাঁচ মূলনীতির উন্নয়ন করতে চায় চীন

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    সরকারি চাকরিতে ১০ ভাগ কোটা ভাবা যেতে পারে

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি

    ভারত-বাংলাদেশ সামরিক চুক্তির লাভ-ক্ষতি