নীলফামারী থেকে রংপুর ৬০ কিলোমিটার ধাওয়া করে চুরি যাওয়া গরু সহ আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়।
বুধবার(৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ কন্দিমালঞ্চ এলাকার খাইরুজ্জামানের ছেলে মোঃ বাবুল(৩২), মাগুড়া জেলার শ্রীপুর তাড়াউজিয়াল উত্তরপাড়া গ্রামের আহাদ আলী খানের ছেলে ওয়াসিম খান(২২) ও নাটোর জেলার সিংগা মহেশচন্দ্রপুর এলাকার মনতাজ আলীর ছেলে নাসির(২৪)।
দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয় এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয় বলে জানান সদর থানার ওসি তানভীরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) ভোরের দিকে নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া অচিনতলা এলাকার আমিনুর রহমানের গোয়াল ঘরে রাখা চার লাখ টাকার একটি দেশি গরুটি চুরি করে একটি সাদা পিকআপ গাড়িতে করে নিয়ে যায় চোর চক্র। এলাকাবাসী দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে তারা দ্রুত মহাসড়কের দিকে অবস্থান নেয়। তাৎক্ষনিক ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি অবগত করলে অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) জয়ন্ত কুমার সেন ও সদর থানার ওসি তানভীরুল ইসলাম সহ চারটি আভিযানিক টিম রংপুর দিনাজপুর পার্বতীপুর ও খানসামা সড়কের দিকে অভিযান শুরু করে। নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম রংপুরের তারাগঞ্জে পৌছালে সাদা মাহেন্দ্র পিকআপটি চিহিৃত করে গাড়িটি থামাতে বলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।
তিনি আরো জানান, ৬০ কিলোমিটার ধাওয়া করার এক পর্যায়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের রংপুর সাত মাথার মোড় এলাকায় চোর চক্রের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎএর খুটির সাথে ধাক্কা লাগে। চোর চক্রের সদস্যরা আহত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, বাবুলের বিরুদ্ধে দুইটি চুরির মামলা ও ওয়াসিমের বিরুদ্ধে ১টি চুরি ও ১টি জুয়া মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) জয়ন্ত কুমার সেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম ডিবি ওসি রওশন কবীর, ডিআইও-১ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন বছরে সোনার দামে রেকর্ড
নতুন বছর শুরুর পর প্রথমবারের মতো দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম বাড়ানোর…