নীলফামারীর ডোমার উপজেলা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রুপা বেগম ওরফে সহিদাকে (৪০) গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(২০ আগষ্ট) বিকেল চারটার দিকে অভিযান চালিয়ে শহরের কাজীপাড়াস্থ্য তার বাসভবন থেকে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রুপা বেগমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২৬টি নিয়মিত মামলা রয়েছে। রবিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ আরো একটি মামলা দায়ের করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উপজেলা শহরের কাজীপাড়ায় রুপা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে হোরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ্দ করা হবে। তিনি আরো বলেন, রুপা বেগমের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনের মামলাসহ ২৬টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি ভ্রাম্যমান আদালতে একাধিকবার সাজা ভোগ করেছেন। রুপা বেগম ডোমারের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
৫ আগষ্টের আগে লাগতো এক টাকা এখন লাগে ১০ টাকা
‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। ৫ আগষ্টের আগে কাজ করতে লাগতো এক টাকা নতুন স্বাধীনতার পর এখন তা বেড়ে লাগে ১০ টাকা টাকা।’ এমন অভিযোগ করেছেন ডোমারের সিনিয়র সাংবাদিক…