নীলফামারীর ডোমার যথাযোগ্য মর্যাদায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার(১৫আগস্ট)সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে শেখ মুজিবুর রহমান মুর্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন।এরপর থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী, অঙ্গ সংগঠনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান মুর্যালে পুস্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা পূর্নাঙ্গ ভাবে উত্তোলন করে পরে অর্ধনমিত করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়ের আহমেদ,ইউএনও নাজমুল আলম বিপিএএ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,বেগম রৌশন কানিজ,এসি(ল্যান্ড)জান্নাতুল ফেরদৌস হ্যাপি,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক,ওসি মাহমুদ উন নবী,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মনোয়ার হোসেন,সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি শেষে শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত,এক মিনিট নিরবতা পালন, পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সেলুট জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব হলরুমে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ আগষ্টের আগে লাগতো এক টাকা এখন লাগে ১০ টাকা
‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। ৫ আগষ্টের আগে কাজ করতে লাগতো এক টাকা নতুন স্বাধীনতার পর এখন তা বেড়ে লাগে ১০ টাকা টাকা।’ এমন অভিযোগ করেছেন ডোমারের সিনিয়র সাংবাদিক…