নীলফামারীতে আজ (১৫ আগস্ট) সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপনের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সদর উপজেলার নীলফামারী মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ সকাল ১০.৩০টায় কুইজ প্রতিযোগিতা এবং পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্মের বিষয়ে শিক্ষার্থীদের জানানো এবং তাঁকে স্মরণ করার মধ্যে দিয়ে তাঁর জীবনাদর্শ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে কোরআন তেলোয়াত এবং দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা। সভায় বক্তব্য রাখেন সনাক নীলফামারীর সহ-সভাপতি জাহানারা রহমান ডেইজি ও মোঃ মিজানুর রহমান লিটু, সনাক সদস্য আজমা আহসান, অত্র কলেজের প্রভাষক খোকন চন্দ্র রায় ও মোঃ ফারুক হোসেন, কলেজের শিক্ষার্থী হিমু আক্তার সাথি ও পরিমল রায়।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দীর্ঘ সংগ্রামী জীবন, আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে তাঁর আহ্বান, মানব কল্যানে তাঁর উদ্যোগ ও প্রচেষ্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তরুণদের মধ্যে তাঁর আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাওয়ার আহ্বান ব্যক্ত করা হয়। বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অবদান এ জাতি সারা জীবন স্মরণ করবে বলে বিশ্বাস ব্যক্ত করা হয়। আলোচনায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যারা ১৫ আগস্ট ১৯৭৫ সালে নৃশংস হত্যাকান্ডের শিকার হন তাঁদের প্রত্যেকের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সবশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু’র জীবনী ও তাঁর সংগ্রামের ইতিহাস ভিত্তিক বই পুরস্কার প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে কলেজের শিক্ষকমন্ডলী, এসিজি সদস্য, এবং টিআইবি’র ইয়েস সদস্যসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।