নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি থেকে বাহাগিলি ইউনিয়নের নওদার বাজার পর্যন্ত ৭ পয়েন্ট ২শ ৬ মিটার সড়কের উন্নয়ন কাজ দীর্ঘ তিন বছরেও শেষ হয়নি। সড়কটি দুইপাশে খুরে রাখার কারনে চলতি বর্ষা মৈৗসুমে সড়কটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন এলাকাবাসী। তবে সড়ক নির্মান কাজের তদারকি কর্মকর্তা উপজেলা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, সঠিক সময়ে সড়ক নির্মান কাজ শেষ করতে না পারায় সড়ক নির্মান কাজের ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করার প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযোগ উঠেছে টেন্ডারে কাজটি পাওয়ার পর সড়ক নির্মান কাজের উপকরনসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার কারনে ঠিকাদার কৌশলে কাজ বন্ধ রেখে চলে গেছেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রকৌশল অফিসের এক কর্মকর্তা জানান, বর্তমানে ওই ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন করে টেন্ডার আহবানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ফলে নতুন করে টেন্ডার আহবান করলে সরকারী অর্থের দ্বিগুন অপচয় ঘটবে।
উপজেলা প্রকৌশল দপ্তর সুত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থ বছরে দুই কোটি ৩লাখ টাকা ব্যায়ে কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি থেকে বাহাগিলি ইউনিয়নের নওদার বাজার পর্যন্ত ৭ পয়েন্ট ২শ ৬ মিটার দৈঘ্যের সড়কটি ১০ ফিট প্রস্থ থেকে এজিংসহ ১৪ ফিটে সম্প্রসারন করার জন্য টেন্ডার আহবান করা হয়। টেন্ডারে কাজটি পান নীলফামারীর ঠিকাদারী প্রতিষ্টান শাহ আনোয়ার এন্টার প্রাইজ।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কেল্লাবাড়ি থেকে নওদার বাজার পর্যন্ত সড়কটির দুইধারে খুরে রাখা হয়েছে। চলতি বর্ষায় গোটা সড়কটির হাজার হাজার স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কটির মাঝখানের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পথচারীরা অনেক কষ্টে চলাচল করছেন।
পথচারী নিতাই ইউনিয়নের ড্াঙ্গাপাড়া গ্রামের সাইদুর রহমান বলেন, এই সড়কটি দিয়ে বাহাগিলি ও নিতাই ইউনিয়নের হাজার হাজার মানুষ রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা শহরের সবচেয়ে বড় হাটবাজার তারাগঞ্জ হাটে যাতায়াত করে। প্রতি সোমবার ও শুক্রবার তারাগঞ্জ হাটে ওই দুই ইউনিয়নের মানুষ কৃষি পণ্যসহ গরু বাছুর বিক্রির জন্য নিয়ে যায়। বর্তমানে সড়কটি খুরে রাখায় বিকল্প কোন সড়ক না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্য পরিবহন করছে কৃষকরা।
অটো চালক আশিকুর রহমান বলেন, সড়কটি খুরে রাখার দুই থেকে তিন বছর হয়ে গেল। বর্তমানে অসুস্থ যাত্রীদের নিয়ে সড়কটি দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়েছে। সড়কটি দিয়ে নওদার বাজার ও কাচারীবাজার থেকে যেখানে তারাগঞ্জ যেতে ২০ মিনিট থেকে ৩০ মিনিট সময় লাগতো বর্তমানে সড়কের বেহাল দশার কারনে এক থেকে দেড়ঘন্টা সময় লাগছে।
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন বলেন, ওই সড়কটি বাহাগিলি ও নিতাই ইউনিয়ন বাসীর তারাগঞ্জ,সৈয়দপুর ও রংপুর যাওয়ার একমাত্র সড়ক। সড়কটি অবস্থা এতই বেহাল যে সড়কটি দিয়ে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটি সংস্কার করা অতিবও জরুরী।
সড়ক নির্মান কাজের ঠিকাদারী প্রতিষ্টানের মালিক শাহ আনোয়ারের সাথে কথা বলার জন্য তাঁর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, সড়কটির দুই দিকে সম্প্রসারন কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ না করায় ওই ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন করে টেন্ডার আহবান করার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন করে টেন্ডার আহবান করলে সরকারের দ্বিগুন অর্থ ব্যায় হবে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে ঠিকাদারের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তপক্ষের কাছে চিঠি লিখব।
উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকীর কাছে সড়কটির নির্মান কাজ ও রিটেন্ডারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।
নীলফামারীতে আগাম আলু তোলা শুরু, মাঠেই বিক্রি ৯০ টাকা কেজি
উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু তোলা শুরু করেছেন কৃষকরা। আলু উৎপাদন করে ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতে ভূমিকা রাখছেন তারা। এবার আলুর দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। মাঠেই নতুন…