‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। ৫ আগষ্টের আগে কাজ করতে লাগতো এক টাকা নতুন স্বাধীনতার পর এখন তা বেড়ে লাগে ১০ টাকা টাকা।’ এমন অভিযোগ করেছেন ডোমারের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।
রবিবার (১২ জানুয়ারি) সকালে নীলফামারীর ডোমারে শহরের রেলগেট মোড়ে শহরে ভিতর দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নবজাগরণ ডোমার-এর আয়োজনে এবং হৃদয়ে ডোমার-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে তরুণ ইসলামিক বক্তা মাওলানা কামরুল ইসলাম আরেফির সঞ্চালনায় বক্তব্য রাখেন ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সোহেল রানা, শ্রমিক নেতা জাকিরুল ইসলাম বাবলু, সমন্বয়ক মাহির মিলন, অর্নব আহমেদ আলিফ, আতিকুর রহমান আতিক, সজিব ইসলামসহ আরও অনেকে।
এ সময় বক্তারা, শহরের যেখানে সেখানে অটো, সিএনজি, ভ্যান ও রিকশা যত্রতত্র রেখে যানজট সৃষ্টি করা বন্ধ করা।স্কুল-কলেজের সামনে সড়কে জেব্রা ক্রসিং স্থাপন। শহরের সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা। বাস কাউন্টারগুলো হাইওয়েতে স্থানান্তর করা এবং ডোমার শহরে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবী জানান।
ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান জানান, ‘জনবল সংকটের কারনে যানজট সামলানো অনেক হিমসিম খেতে হচ্ছে । পৌর প্রশাসক ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এ ব্যাপারে তারা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রতি দিয়েছেন।’
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘রাজনীতিবিদদের বক্তব্যে আমার কিছু যায় আসেনা। টাকা ছাড়া যারা কাজ করেনা, তাদের হাতেনাতে ধরবেন আমরা ব্যবস্থা গ্রহন করবো।’
মানববন্ধনে শহরের সড়ক ব্যবস্থাপনা ও পুলিশ প্রশাসনের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছি।
ডোমারে এক যুবলীগ নেতা গ্রেফতার
নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর ও হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ হোসেন (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সৌরভ ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক…