শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি নীলফামারীর সৈয়দপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (১২ জানুয়ারি) রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর খিয়ারজুম্মা দোয়ালিপাড়া তকেয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী এবং
দোয়ালিপাড়া তকেয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডা. মো. অহিদুল হক সরকার।
এ সময় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কাজী মাশুকুল আলম, এ্যাসিসট্যান্ট এক্সজিকিউটিভ অফিসার মো. রেহান আলী ও মো. বাবর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ফাজিলপুর খিয়ারজুম্মা দোয়ালিপাড়া তকেয়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ্ব ডা. মো. অহিদুল হক সরকার শিক্ষার্থীদের হাতে কম্বলগুলো তুলে দেন।
ওই দিন মাদ্রাসার প্রায় আড়াই শত শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…