নীলফামারীর ডোমারে ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর ও হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ হোসেন (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সৌরভ ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে। সোমবার (১৩ জানুয়ারি) রাতে পৌর শহরের চিকনমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার গভীর রাতে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা।
পুলিশ জানায়, ২০১২ সালে রাজনৈতিক অস্থিরতার সময় হামলা চালিয়ে যুবলীগের নেতাকর্মীরা জামায়াতের স্থানীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম একজন পলাতক আসামি ছিলেন।
ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।