নীলফামারীর সৈয়দপুরে সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর রিসার্চ এন্ড পাবলিকেশন সেল কর্তৃক প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের প্রথম নিউজলেটার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওই নিউজলেটারের আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এসজিপি, এনডিসি, পিএস সি, টিই। এতে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের রিসার্চ এন্ড পাবলিকেশন সেলের (আর পি সি) পরিচালক ড. কাজী মোহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে গবেষনাকে উৎসাহিত করার জন্য প্রনোদনা হিসেবে গত ছয় মাসে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনকারী সাতজন শিক্ষার্থী এবং ১৩জন শিক্ষক-শিক্ষিকার কনফারেন্স রেজিষ্ট্রেশন ফির অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে আর পি সির পরিচালক কাজী মোহাম্মদ এনামুল হকের নিকট হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…