নীলফামারীর সৈয়দপুরে কর্ণফুলী ইন্সুরেন্স পিএলসির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের আদর্শ বালিকা বিদ্যালয় কলেজ মাঠে ছয় শতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে ওই কম্বলগুলো বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানী পিএলসি সৈয়দপুর শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ইনচার্জ আলহাজ্ব মো. রশিদুল হক সরকার।
বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য বলেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো.হাবিবুর রহমান হাবিব, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো.আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু।
এ সময় অন্যান্যদের মধ্যে, কর্ণফুলি ইন্সুরেন্স পিএলসি সৈয়দপুর শাখার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এসরার আহমেদ সাজু, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. রেহান, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মাকছুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির এক্সকিউটিভ অফিসার নওশাদ আনসারী।
শেষে প্রধান অতিথি কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানী পিএলসি সৈয়দপুর শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ইনচার্জ আলহাজ্ব মো. রশিদুল হক সরকার ছয় শত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…