বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারীতে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (১১ ডিসেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি সোহেল পারভেজ, মোস্তফা প্রধান হক বাচ্চু, মীর সেলিম ফারুক, মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর শেপু, প্রচার সম্পাদক এ্যাড.আল মাসুদ চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় আমাদের মানুষের পাশে দাড়ানো নির্দেশনা দিয়ে গেছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। কম্বল বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।
এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সহ-সভাপতি আতিকুর রহমান নিশান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এ জেট এম জাহিদ হোসেনের সার্বিক সহযোগিতায় ও জেলা বিএনপির উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।