নীলফামারীর সৈয়দপুরে এক দোকানের তালা কেটে প্রায় ৮ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির মাত্র ১৫০ গজের মধ্যে ওই চুরি সংঘটিত হয়। এ ঘটনায় জনমনে নানান প্রশ্নের দানা বেঁধেছে। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাত থেকে ভোরের যে কোন সময় শহরের শহীদ জহুরুল হক সড়কে মেসার্স রহমত ট্রেডার্সে ওই ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রহমত উদ্দিন রাব্বি জানান, রাত সোয়া একটার সময় প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকাল সাড়ে ৮ টাকা লোকমুখে জানতে পারি তাঁর দোকানের সার্টারের তালা ভাঙ্গা। তিনি সাথে সাথে দোকানে এসে দেখেন এ অবস্থা। দোকানে রাখা ফাইল কেবিনেটটি চোরেরা নিয়ে গেছে। ওই ফাইল কেবিনেটেই নগদ ৮ লাখ টাকাসহ বিভিন্ন ব্যাংকের চেকবই ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তিনি আরও জানান, দোকানে লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসি টিভি) দেখা যায়, মুখোশ পড়া চোরেরা দোকানে প্রবেশ করে দোকানের উল্লেখিত জিনিষপত্র বের করে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সৈয়দপুর থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, চুরির রহস্য উদঘাটনে তদন্ত এবং জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ কাজ করছে। চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে যা যা করার, তাই করা হবে।
এদিকে শহরের সবচেয়ে বড় পাইকারী ব্যবসা প্রসিদ্ধ স্থান শহীদ জহুরুল হক সড়কে চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চুরি আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন এতবড় ব্যবসায়ী মার্কেটে নাইটগাড থাকা সত্বেও এবং সদর পুলিশ ফাঁড়ির অদুরে চুরির ঘটনায় নানান সন্দেহ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে তারা সদর পুলিশ ফাঁড়ির সদস্যদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন দোকান মালিক।