নীলফামারীর জলঢাকা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে প্রেসক্লাবের কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে ১শত ৫০ জন শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ সভাপতি মনিরুজ্জামান লেবু, যুগ্ম সম্পাদক আবেদ আলী, সদস্য আসাদুজ্জামান স্টালিন, মর্তুজা ইসলাম, সানোয়ার হোসেন বাদশা, হাফিজুর রহমান হাফিজ, মাইদুল হাসান, হাসানুজ্জামান সিদ্দিকী হাসান প্রমুখ। এসময় বক্তারা সকল বৃত্তবান মানুষকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। উপজেলা প্রশাসনের সহায়তায় প্রেসক্লাব জলঢাকা এসব কম্বল বিতরণ করেন।
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যেগে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে তারা ওই লিফলেট বিতরণ করেন।…