নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির সাবেক প্রধান শিক্ষক, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক ,বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সাবেক মহাসচিব এবং দৈনিক নীলফামারী বার্তা পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যবার্ষিকী আজ। ২০২১ সালে ৮ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ বাসভবন ফুড অফিস পাড়ায় কোরআন তেলাওয়াত, কবর জেয়ারত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারবর্গ তার আত্মার মাগফেরাত কামনায় আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীগণের নিকট দোয়া প্রার্থনা করেছেন।