নীলফামারীর সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে প্যাক মিটিং, ট্রুপ মিটিং এবং ব্যাজ প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) স্কুল চত্বরে  স্কাউটিং কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, স্কাউটদের দক্ষতা উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ, এবং বিশেষভাবে বিভিন্ন ট্রেনিং কার্যক্রমের সাফল্যের জন্য স্কাউট সদস্যদের ব্যাজ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ইন্টারন্যাশনাল ওপেন স্কাউট গ্রুপ সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো: শওকত হায়াত শাহ। সভাপতিত্ব করেন সৈয়দপুর ইন্টারন্যাশনাল ওপেন স্কাউট গ্রুপের সভাপতি অধ্যক্ষ মো: শাবাহাত আলী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মোজাহারুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, আহসান উদ্দিন বাদল এবং ইউনিট লিডারবৃন্দ। 

অতিথিরা স্কাউটদের উদ্যম এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

প্যাক মিটিংয়ে কাব স্কাউটদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এতে কাব স্কাউটরা তাদের শেখা বিভিন্ন কার্যক্রম অনুশীলন করে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা নেতৃত্বের দক্ষতা এবং দলগত কার্যক্রম অনুশীলন  করে।